বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ডাকসু ভবনের সামনে তিনি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানালেও সেখানে উপস্থিত সাংবাদিকরা অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
হাইকোর্টের রায় ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন উমামা ফাতেমা। তবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে সাংবাদিকরা সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন।
বাংলা ফ্লো এর রিপোর্টার জয় চক্রবর্ত্তী বলেন, “মাল্টিমিডিয়া রিপোর্টারদের সমালোচনা করে উমামা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নেতিবাচক মন্তব্য করেন। এতে ডিজিটালে কর্মরত সাংবাদিকরা তার উপরে ক্ষিপ্ত হয়ে উমামার সকল ধরনের কাভারেজ মাল্টিমিডিয়া সাংবাদিকরা বন্ধ করে দেন। তাই আমরা সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0