শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর সাবেক ভিপি নুরকে দেখতে হাসপাতালে নতুন ভিপি সাদিক

বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি, নুরুল হক নুরকে দেখতে গিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে তারা ঢামেকে নুরুল হক নুরকে দেখতে যান। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।

তিনি বলেন, ‘ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা বিকেলে নুরকে দেখতে হাসপাতালে এসেছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।’

নুরের সাথে সাক্ষাতকালে কান্নায় ভেঙে পড়েন ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দরা। এসময় তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0