বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ডাচরা। যেখানে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্কট এডওয়ার্ডস।

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

নেদারল্যান্ডস স্কোয়াড- ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।

টিম ম্যানেজমেন্ট- রায়ান কুক (প্রধান কোচ), রায়ান ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ), লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0