সোমবার, ২০ অক্টোবর ২০২৫

শেষ ওভারে দরকার ১ রান, পরপর ৫ বলে ৫ উইকেট হারিয়ে টাই হলো ম্যাচ

ইনিংসের ৫০ তম ওভারে বল করেন ব্রামহলের পেসার জশ প্যাটেল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মোটে এক রান। হাতে তখনো পাঁচ উইকেট। সবকটি উইকেট হারিয়ে এমন ম্যাচও শেষ পর্যন্ত টাই হয়েছে। আর এমনই ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে।

গত শনিবার চেশায়ার কাউন্টি ক্রিকেট লিগে এমন ঘটনা ঘটেছে। মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ডে মার্পেলের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রামহল। ২০২ রান তাড়া করতে নেমে ৪৯ তম ওভারের শেষে মার্পেলের স্কোর ছিল পাঁচ উইকেটে ২০১ রান। সেখান থেকে শূন্য রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ টাই করে মার্পেল।

ইনিংসের ৫০ তম ওভারে বল করেন ব্রামহলের পেসার জশ প্যাটেল। প্রথম বলে অ্যান্ড্রু ওয়াইল্ডকে বোল্ড করে দেন। পরের বলে জোয়েল গ্রেসেলিরও স্টাম্প নাড়িয়ে দেন প্যাটেল। তৃতীয় এডওয়ার্ড স্কেলটন এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। হ্যাটট্রিক সম্পন্ন করে ফেলেন প্যাটেল। আর পরপর তিন বলে তিনটি উইকেট হারিয়ে স্নায়ুর চাপে পড়ে যায় মার্পেল। তাও সেখান থেকে মার্পেলের জয়ের সম্ভাবনাই বেশি ছিল।

কিন্তু চতুর্থ বলে মার্পেলের ১০ নম্বর ব্যাটার বেন বেইলিকে আউট করে দেন প্যাটেল। তারপর ব্যাট করতে আসেন মার্পেলের অধিনায়ক জেম হার্স্ট। দু'বলে তাকে এক রান করতে হবে। আর হাতে ছিল এক উইকেট। সেই অবস্থায় পঞ্চম বলটা অফসাইডের দিকে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড়ান মার্পেলের অধিনায়ক।

নিশ্চিত হারা ম্যাচে একটা সুযোগ পেয়ে সেই এক রান আটকানোর জন্যে ফিল্ডিং সাজায় ব্রামহল। আর তাতেই ম্যাজিক হয়। মার্পেলের অধিনায়কের ঠেলে দেওয়া বলটা তুলে স্ট্রাইকার্স এন্ডে ছুড়ে দেন ব্রামহলের অ্যান্ড ট্যাটন। রান-আউট হয়ে যান গ্রেগ মার্সল্যান্ড। ফলে ৪৯ ওভারে পাঁচ উইকেটে ২০১ রান থেকে ৪৯.৫ ওভারে ২০১ রানে অল-আউট হয়ে যায় মার্পেল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রামহল। কিন্তু পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। ৪৮.৫ ওভারেই ২০১ রানে অলআউট হয়ে যায়। সেই রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল মার্পেল। কিন্তু শেষ ওভারে চরম নাটকের স্বাক্ষী হলো মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ড।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0