বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পতাকা অর্ধনমিত রেখে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস

বুধবার (১৬ জুলাই) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীভাবে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহীদদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

সকালে সচিবালয়সহ ঢাকার বেশ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর জুলাই শহিদদের আত্মার মাগফেরাতে দোয়ার আয়োজন রয়েছে।

এছাড়া সারাদেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও প্রার্থনার আয়োজন করার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।

অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় এদিন পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0