বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দলীয় প্রতীক ‘শাপলা’ না পেলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি

রোববার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে বাধা দেওয়া হলে রাজনৈতিকভাবে লড়বে দলটি।

রবিবার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটা স্পষ্ট যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের সে নতুন পদ্ধতি সেটি অনুযায়ী ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। ‘শাপলা’ প্রতীকের কোনও বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগতভাবে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেয়া হয় এনসিপি রাজনৈতিকভাবে লড়াই করবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময়, ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোন বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি বলেন শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, ইসি পুনর্গঠন করতে হবে, কারন একটি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন।

রবিবার সকালে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা।

এর আগে, গত বুধবার ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না।

এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে। ইসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এনসিপি।

দলটির পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0