বুধবার, ৬ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় তিনি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা। ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’-কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র পাঠ করেন। পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

উল্লেখ্য, ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত করার কথাও বলা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা রয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0