বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে এ সমাবেশের। সমাবেশস্থলে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
শহীদ মিনার এলাকা ঘুরে দেখা গেছে, প্রজেক্টর ও মনিটরের মাধ্যমে দলটির পূর্বের আন্দোলনের ভিডিও প্রচার চলছে। শহীদ মিনারের বেদীর দুই পাশে বসানো হয়েছে বড় আকারের দুটি প্রজেক্টর, পাশাপাশি আরও কয়েকটি মনিটর স্থাপন করা হয়েছে। এসব মনিটরে জুলাই আন্দোলনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে।
জয়পুরহাট থেকে আসা এনসিপি কর্মী হাসান জানান, আজকে ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি। এই ইশতেহার নতুন বাংলাদেশের সূচনা করবে। আমাদের ইশতেহারে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশের জনগণের কল্যাণ নিহিত থাকবে।
দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশে ২৪ দফা সম্বলিত একটি ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। এই ইশতেহারে থাকছে—পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিকল্পনা, অর্থনৈতিক নীতিমালা, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কৌশল, প্রবাসীদের নিয়ে পরিকল্পনা, আধুনিক নগরায়ন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের দিকনির্দেশনা।
তবে সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা হলেও এখনো পর্যন্ত সমাগম খুব বেশি হয়নি। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখা গেছে উল্লেখযোগ্য হারে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0