মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

'কুমিল্লায় এনসিপির পদযাত্রা রূপান্তর হবে শোক মিছিলে'

টাউনহলে সমাবেশ উপলক্ষে ইতোম‌ধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক ও সমাবেশস্থল। সাজ সাজ রব নগ‌রের সড়কগুলো।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

কুমিল্লা: মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) বিকালে কুমিল্লায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন, পদযাত্রাটি শোক মিছিলে রূপ নেবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর থেকে বিকাল ৫টায় কুমিল্লায় আসবেন দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, কুমিল্লায় কর্মসূচির শুরুতেই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করা হবে। পরে টমছম ব্রিজ থেকে মূল পদযাত্রা শুরু করে নগরীর প্রধান সড়ক হ‌য়ে টাউনহল এসে সমাবেশে অংশ নেবে। এতে দল‌টির‌ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেবেন। এদিকে টাউনহলে সমাবেশ উপলক্ষে ইতোম‌ধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক ও সমাবেশস্থল। সাজ সাজ রব নগ‌রের সড়কগুলো।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0