জেলা প্রতিনিধি
খুলনা: গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরের উদ্দেশে বৃহস্পতিবার(১৭জুলাই) সকালে খুলনা ত্যাগ করেছেন। তারা যশোর-নড়াইল হয়ে ফরিদপুর যাচ্ছেন।
বহরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও একদফার ঘোষক নাহিদ ইসলাম, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনসিপি খুলনার নেতা আহমেদ হামিম রাহাত জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে এনসিপি নেতারা পর্যায়ক্রমে রওনা দেন। সাড়ে ৯টায় শেষ বহর খুলনা ছাড়ে। নেতারা সার্কিট হাউজ ও সিটি ইন হোটেলে ছিলেন।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেখান থেকে সেনা সহায়তায় নেতারা খুলনায় আসেন এবং রাতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0