বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শোকজের পর এনসিপি নেতা নিজাম সাময়িক বহিষ্কার

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: চট্টগ্রাম নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বহিষ্কার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমের বরাতে নিজাম উদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠেছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট জমা দিতে হবে।

এর আগে সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। শোকজে উল্লেখ করা হয়, গত ১০ আগস্ট সংবাদমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তাকে চাঁদা চাইতে দেখা যায়, যা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল।

ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক আফতাব হোসেন রিফাতের সঙ্গে নিজাম উদ্দিনের কথোপকথন। সেখানে আন্দোলন বন্ধের বিনিময়ে পাঁচ লাখ টাকা নেওয়ার প্রসঙ্গ উঠে আসে এবং আরও টাকা আদায়ের ইঙ্গিত শোনা যায়। এ ভিডিওটি রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন সংগঠনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম, যিনি অভিযোগ করেন, সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটি শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

রাহাদুল ইসলাম আরও বলেন, আমাকে একজন ভিডিওটি দিয়েছেন। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সাইফপাওয়ার টেক থেকে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠলো।

অভিযোগের বিষয়ে নিজাম উদ্দিন বলেন, এগুলো পুরনো ভিডিও। এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যানড (পরিকল্পিত) ভিডিও। যে ভিডিও করেছে (আফতাব) সে লাইভে এসে বিস্তারিত বলবে।

এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানান, এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইবো।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0