স্পোর্টস ডেস্ক
ঢাকা: নেইমারের ক্যারিয়ারটাই যেন ইনজুরিময়। কদিন পরপরই ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার, আর মাঠের বাইরে ছিটকে যান। দারুণ সম্ভাবনাময় এই তারকা কতবার ইনজুরিতে পড়েছেন, সেই সংখ্যাটা নির্দিষ্ট করে না বলতে পারলেও তা একেবারে ছোট নয়, এটি নিশ্চিতভাবেই বলা যায়।
বহু ইনজুরির মধ্যে নেইমার তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে ভয়ংকর ইনজুরির শিকার হয়েছিলেন ২০১৪ সালের ফিফা বিশ্বকাপে।
ওই বছরের ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে কোমরে মারাত্মক চোট পান নেইমার। কলম্বিয়ার ফুটবলার কামিলো জুনিগা পিছন থেকে লাফিয়ে ব্রাজিল তারকার কোমরে হাঁটু দিয়ে আঘাত করেন।
চোট এতটাই গুরুতর ছিল যে, কাঁদতে কাঁদতে মাঠেই বুক ভাসান নেইমার। হেঁটে বেঞ্চেও যেতে পারেননি তিনি। তাকে নিতে হয়েছিল স্ট্রেচারে করে। এরপর এক মাস মাঠের বাইরে ছিলেন নেইমার।
১১ বছর পর সেই একই দিনে ভয়ংকর ইনজুরির শিকার হলেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। যে ইনজুরিতে ২২ বছর বয়সী তারকার পায়ের গোড়ালি ভেঙে গেছে।
গতকাল শনিবার (৫ জুলাই) ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে খেলতে নেমে ভয়ংকর এই ইনজুরিতে পড়েন মুসিয়ালা। পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মার সঙ্গে দৈহিক সংঘর্ষের পর পায়ের গোড়ালি ভেঙে যায় জার্মান মিডফিল্ডারের।
কাকতালীয়ভাবে নেইমারের সেই দুর্বিষহ স্মৃতির সঙ্গে আরেকটি মিল রয়েছে মুসিয়ালার। নেইমার যখন ওই ইনজুরিতে পড়েছিলেন, তখন তার বয়স ছিল ২২ বছর। মুসিয়ালার ক্যারিয়ারে এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে ভয়ংকর ইনজুরিটি এসেছে সেই ২২ বছর বয়সেই।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0