স্পোর্টস ডেস্ক
ঢাকা: গত দুই মৌসুমে মুম্বাই রাজ্য দলের অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে। তবে সেই দায়িত্ব থেকে সরে গেলেন তিনি। এ সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
আজ বৃহস্পতিবার একটি পোস্টে রাহানে লেখেন, ‘মুম্বাইয়ের নেতৃত্ব দেওয়া এবং ট্রফি আমার কাছে বিরাট সম্মানের। নতুন একটা মৌসুম শুরু হতে যাচ্ছে। তার আগে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার এটাই সেরা সময়। তাই অধিনায়কত্বের দায়িত্বে আর থাকতে চাই না।’
অধিনায়ক হিসেবে মুম্বাইয়ের জার্সিতে আর না খেললেও খেলোয়াড় হিসেবে এই দলের হয়ে মাঠে নামতে আপত্তি নেই রাহানের। তিনি বলেন, ‘তবে খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের হয়ে সেরাটা দেওয়ার ব্যাপারে আমি দায়বদ্ধ। মুম্বাইকে আরও ট্রফি জেতাতে চাই।’
রাহানের নেতৃত্বে সাত বছরের খরা কাটিয়ে ২০২৩-২৪ মৌসুমে রঞ্জি জিতেছিল মুম্বাই। গত মৌসুমে ইরানি ট্রফিও জেতে তারা। মুম্বাই দলে অবশ্য বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা দলকে নেতৃত্ব দিতে পারবেন। এই তালিকায় শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানরা রয়েছেন।
যশস্বী বা সরফরাজের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সে ভাবে নেই। তবে শ্রেয়াস আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন। সূর্যকুমার এখন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। কিন্তু জাতীয় দলে খেলার জন্য তারা ঘরোয়া ক্রিকেটে কতটা সময় দিতে পারবেন, সেটাই বড় প্রশ্ন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0