মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

‘মুজিববাদ এখনও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে’

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

সুনামগঞ্জ: মুজিববাদ এখনও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ গত ৫ আগস্ট মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। জনগণ তাদের বিতাড়িত করে দেশ ছাড়া করেছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তাদের (আওয়ামী লীগের) ফাঁদে আর কেউ পা দিবে না। এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে- আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবিলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে মুজিব না, মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম-খুন, ধর্ষণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্র হত্যাকারী, মুজিববাদ মানে দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0