বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর রামপুরা ব্রিজে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল চালক মো. নাজমুল ইসলাম (৪৬)। তিনি প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. ইকবাল জানান, নাজমুল অফিসে যাওয়ার পথে রামপুরা ব্রিজে লরির ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢামেকে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নাজমুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় এবং তিনি দুই মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0