মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

দেশে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে: ধর্ম উপদেষ্টা

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের "জাতীয় কনফারেন্সে" অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের \জাতীয় কনফারেন্সে\ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

খালিদ হোসেন বলেন, মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।

এসময় তিনি বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই। পরে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0