মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম মো. হাবিব। তিনি ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং-এর শ্রমিক।

সংগৃহীত

জেলা প্রতিনিধি,

নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে মো. হাবিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং-এর শ্রমিক ছিলেন।

আন্দোলনরত শ্রমিকরা সাংবাদিকদের জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্ৰীন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করে আসছেন তার। গতকাল সোমবার রাতে হঠাত কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক আজ মঙ্গলবার সকালে ইপিজেডের মূল দরজায় তালা ঝুলিয়ে দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান, মৃত অবস্থায় ঐ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে একটু ক্ষত ছিল। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। 

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0