বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ভোরের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হঠাৎ নেমে আসা বৃষ্টিতে রাস্তায় জমে থাকা পানির কারণে যান চলাচলে ভোগান্তির পাশাপাশি নগরবাসীর কষ্ট বেড়েছে বহুগুণ।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সকাল থেকেই ঝড়-বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ নেমে আসা বৃষ্টিতে রাস্তায় জমে থাকা পানির কারণে যান চলাচলে ভোগান্তির পাশাপাশি নগরবাসীর কষ্ট বেড়েছে বহুগুণ।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। ভোর সাড়ে ৬টায় হালকা বৃষ্টি দিয়ে শুরু হলেও ৭টার দিকে নামতে থাকে ঝুম বৃষ্টি। এতে কর্মজীবী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

সরেজমিনে দেখা যায় মিরপুর,ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ৯টার পর বৃষ্টি থেমে গেলেও রাস্তাজুড়ে পানি জমে থাকে। এতে স্বাভাবিক চলাচলে ভোগান্তি বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0