জেলা প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান, এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর উপজেলা প্রতিনিধি সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০-৫০ জন নেতাকর্মী দলে যোগ দেন বলে জানা গেছে। পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, মো. ইস্রাফিল হাওলাদার দল থেকে বহিষ্কৃত। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অনিয়মে জড়িত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে, এবং চলতি বছরের ৯ মে কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এমনকি তিনি একটি দোকানঘরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে সেটিকে দলের কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগেও অভিযুক্ত হন।
মো. ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান হিসেবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই আমি দল ছেড়ে দিয়েছি। এখন থেকে জামায়াতে ইসলামীর হয়ে ইসলামের পক্ষে সারাজীবন কাজ করে যেতে চাই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার ফল।”
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।”
নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে এবং মাওলানা আবু দাউদ-এর সঞ্চালনায় আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নবাগত নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন। সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলে হুদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0