বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

হাথুরুর ডেরায় মুমিনুল-সাদমান

সিডনিতে হাথুরুসিংহের একাডেমিতে ১ ঘণ্টার অনুশীলন করতে ২৫০ অস্ট্রেলিয়ান ডলার ফি দিতে হয়।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে সিডনিতে ব্যাটিং সেশন করার পরিকল্পনা ছিল সাদমান ইসলামের। দুজন একসঙ্গে অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলেন। সাদমান নিজের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে ইংল্যান্ড গিয়েছিলেন লর্ডসে অনুশীলন করতে। মুমিনুল তাই অস্ট্রেলিয়া গিয়েছেন আগে। জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের একাডেমিতে অনুশীলনও করছেন তিনি। রথ দেখা কলা বেচা দুটোই করবেন সাবেক এ টেস্ট অধিনায়ক। স্ত্রীর পিএইচডির প্রক্রিয়া নিয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজেও সিডনিতে কয়েকটি ব্যাটিং সেশন করছেন। বিসিবি থেকে মুমিনুলের অনুশীলনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চন্ডিকার একাডেমিতে চারটি ব্যাটিং সেশন করতে অস্ট্রেলিয়ার উদ্দেশে আজ রওনা হবেন সাদমান।

সিডনিতে হাথুরুসিংহের একাডেমিতে ১ ঘণ্টার অনুশীলন করতে ২৫০ অস্ট্রেলিয়ান ডলার ফি দিতে হয়। কোচকেও দিতে হয় একটি নির্ধারিত সম্মানী। চার থেকে পাঁচটি সেশন করতে কয়েক লাখ টাকা খরচ করতে হবে মুমিনুল-সাদমানকে। ব্যক্তিগত খরচে বিদেশে অনুশীলন করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অস্ট্রেলিয়ায় অনুশীলন করতে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে সাদমান গণমাধ্যমকে বলেন, ‘নিজের উন্নত অভিজ্ঞতার জন্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছি। লর্ডসে দুই দিন অনুশীলন করেছি। সিডনিতে হাথুরুসিংহের একাডেমিতে চারটি সেশন করব। ম্যাথু হেইডেনের সঙ্গে কথা মেন্টাল সেশন করব। হাথুরুসিংহেই ব্যবস্থা করে দেবেন। সিডনি বা লন্ডনে অনুশীলন করা মুখ্য নয়। অনুশীলন তো সব সময়ই করি। দেশ দুটির সুযোগ-সুবিধা, কন্ডিশন ও পরিবেশের সঙ্গে পরিচিত হতে চাই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোচরা যে কথাগুলো বলেন, সেই মেন্টাল সেশনগুলো কাজে দেয়।’

সাদমান জানান, লর্ডসের ইনডোর ও নেটে সেশন ফি ১২০ পাউন্ড। দুই দিন অনুশীলন করতে মাত্র ২৪০ পাউন্ড খরচ হয়েছে তাঁর। তিনি বলেন, ‘ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে হলে লেভেল টু কোচেস কোর্স করতে হয়। ওখানে চার মাসের ক্রিকেট মৌসুম। আগামী বছর আড়াই মাস বিরতি থাকতে পারে। কাউন্টি দলে খেলার জন্য তখন আবেদন করব। লর্ডসে অনুশীলন করার ইচ্ছা ছিল, সেটা হলো। বোলিং মেশিনে একটি সেশন করেছি। নেটে সেশন ছিল একটি। ওখানে সুযোগ-সুবিধা খুবই ভালো।’

লর্ডসে অনুশীলন করে দেশে ফেরেন তিনি। টাইগার এ ওপেনার আজ দুপুর ১২টায় সিডনির বিমান ধরবেন। ৩০ বছর বয়সী এ ব্যাটার জানান, ২৭, ২৯, ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর হাথুরুসিংহের একাডেমিতে অনুশীলন করবেন।

হাথুরুসিংহের ডেরায় গিয়ে কী অর্জন করতে চান– জানতে চাওয়া হলে সাদমান বলেন, ‘ওখানে অনেক বড় খেলোয়াড় থাকেন, চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলতে। উন্নত দেশের ক্রিকেট একাডেমিতে যে সুবিধাগুলো থাকে, সেগুলোর সঙ্গে পরিচিত হব। জাতীয় দলের খেলার সময় একটি প্রটোকলের ভেতরে থাকতে হয়। নিজের উদ্যোগে গেলে ভিন্ন অভিজ্ঞতা হয়। এই ফিলগুলো নিতে চাই। আমি ও মুমিনুল ভাই একসঙ্গে পরিকল্পনা করেছিলাম। মুমিনুল ভাই ওখানে আছেন এবং হাথুরুসিংহের সঙ্গে অনুশীলন করছেন। গতকাল (শুক্রবার) হাথুরুসিংহে জানালেন মুমিনুল ভাই তাঁর সঙ্গে আছেন।’ বিসিবি এবং জাতীয় দল নির্বাচক প্যানেল বিদেশে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে উন্মুখ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0