জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি: খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় সেনা অভিযানের সময় লাফিয়ে পড়ে নিহত হয়েছেন মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই (৩৪)। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে ব্র্যাক অফিস সংলগ্ন রনজিত দের বাড়িতে সেনাবাহিনীর বিশেষ দল অভিযানে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনা অভিযানের খবর পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন।
নিহত কংসাই মানিকছড়ি উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি শহরের শান্তিনগরে রনজিত দের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি ভবন থেকে লাফ দিলে গুরুতর আহত হন। পরে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সকাল ৯টা ১৫ মিনিটে সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন শাইয়েন কাদিরের নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় অভিযানকারী দলের ওপর তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। পরে কংসাই পাশের বাড়ির কচুবাগানে পড়ে গেলে সেনা সদস্যরা আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0