বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোনাইমুড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগম নামে এক বৃদ্ধার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

নোয়াখালী: সোনাইমুড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, সিতারা বেগম চুরির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

নিহত সিতারা বেগম সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মৃত মোফাজ্জল হকের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে সিতারা বেগম তার ছেলের বাড়ি সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে নিজ বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন তার কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে দেখেন, ঘরের টিনের দেয়াল কেটে ভেতরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন ইউনিট ও সিআইডিকে নিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0