বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ‘লালনসম্রাজ্ঞী’ ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডায়ালাইসিস চলাকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সংস্কৃতি বিষয়ক নেতৃবৃন্দসহ বিএনপির একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদা পারভীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ফরিদা পারভীন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক অমূল্য রত্ন। লালনসংগীতে তিনি অদ্বিতীয়া, দেশের মানুষের ভালোবাসায় আবদ্ধ এক মহান শিল্পী। বর্তমানে তিনি কিডনি জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার।’
পরিদর্শক দলে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রসঙ্গত, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। সেইসঙ্গে রয়েছে ফুসফুসের সমস্যা ও অন্যান্য জটিলতা। চলতি বছরের শুরুতেও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0