বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

যে ক্রিকেটারের পারফরম্যান্সকে অবিশ্বাস্য বললেন মিরাজ

৯ ওভার বল করে ১ মেডেন এবং ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় নেওয়া হয় শামীম হোসেন পাটোয়ারীকে। মূল দায়িত্বটা ব্যাট হাতে হলেও গতকাল তিনি বল হাতে মুনসিয়ানা দেখিয়েছেন। ৯ ওভার বল করে ১ মেডেন এবং ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ম্যাচ জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তাই ভূয়সী প্রশংসা করেছেন শামীমের।

মিরাজ বলেন, ‘মাঝের ওভারে শামীম পাটোয়ারী ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় মাঝের ওভারে তানভীরের সঙ্গে শামীম যে ৯টা ওভার করল তা আমাদের অনেক সুবিধা দিয়েছে। শামীম অনেকদিন পর দলে এসেছে এবং যেভাবে ব্যাটিং-বোলিং করেছে সেটা আমার কাছে মনে হয় অবিশ্বাস্য।’

দলের টার্নিং পয়েন্ট নিয়ে মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্তই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। একই সময়ে উইকেটগুলো আমাদের দরকার ছিল। তানভীর যেভাবে বোলিং করেছে ও কুশলের (মেন্ডিস) উইকেটটা যেভাবে নিয়েছে...দেখুন—৯ ওভারে ওদের ৭০—এর বেশি রান ছিল। এরপরেও কিন্তু সবাই বিশ্বাস করেছে আমরা ম্যাচটা জিততে পারি। বিশেষত তানভীর যখন ওকে (কুশল) আউট করে দেয়।’

বোলিং নৈপুণ্যে জিতলেও ব্যাটিং নিয়ে আক্ষেপ রয়ে গেছে মিরাজের, ‘সত্যি কথা বলতে সবমিলিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। বিশেষ করে আমরা ৫০ ওভার ব্যাটিং করতে পারিনি। অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিৎ ছিল। তবে সত্যি বলতে আমাদের শুরুটা ভালো ছিল, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে।’

জুটি বড় করতে না পারাটা উদ্বেগের বলেও জানান বাংলাদেশ অধিনায়ক, ‘ওর জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, শান্তও যেভাবে খেলেছে...। উইকেট পড়ার পর তাওহীদ হৃদয় যেভাবে একটা প্রান্ত আগলে রেখে খেলেছে এটাও ইতিবাচক দিক। আমরা জুটি বড় করতে পারিনি, এটা উদ্বেগের বিষয়। মাঝের ওভারে আমাদের উইকেট গেছে। আমরা যদি এখানে ভালো করতে পারতাম তাহলে চিত্রটা অন্যরকম হতো।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0