বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: প্রশিক্ষণ যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনায় থমকে যাওয়া ভবন, স্বপ্ন ও জীবনের গতিপথের ১২ দিন পর আবারও সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে রোববার (৩ আগস্ট) কলেজ খুললেও কোনো পাঠদান কার্যক্রম হয়নি।
সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন শুরু হয়। কিন্তু অন্যদিনের মতো কোলাহল কিংবা আনন্দ ছিল না চারপাশে। নিঃশব্দ শোকযাত্রার মতো করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে এসেছে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও শোকসভা, যেখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। এই মাঠে একসঙ্গে কত হাসিখুশি সময় কেটেছে আমাদের। আজ সব স্তব্ধ। আমার সহপাঠীরা আর ফিরে আসবে না ভাবতেই বুকটা ভার হয়ে আসে।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের অংশ হিসেবে ধীরে ধীরে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, কলেজে আজও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বিমান বাহিনীর সহায়তায় চালু রয়েছে একটি চিকিৎসা ক্যাম্প, যেখানে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিক স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ পাচ্ছেন।
তিনি আরও বলেন, এই সংকটময় সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা কলেজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই ভয়াবহ একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজসংলগ্ন ভবনে বিধ্বস্ত হয়, যাতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এরপর কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে এবং সর্বশেষ ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল কলেজ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0