বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসা নিতে যাওয়া এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
এ ঘটনায় আহতদের হাসপাতালে নিতে মেট্রোরেলের সামনের অংশে নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0