বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বৃষ্টি কত দিন থাকবে জানাল আবহাওয়া অফিস

দেশের কোথাও টানা বৃষ্টি আবার কোথাও হচ্ছে থেমে থেমে। এমনটি হচ্ছে গত দুই দিন ধরে। তবে এরকম অবস্থা আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মেঘলা আকাশ। দেশের কোথাও টানা বৃষ্টি আবার কোথাও হচ্ছে থেমে থেমে। এমনটি হচ্ছে গত দুই দিন ধরে। তবে এরকম অবস্থা আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জুলাই মাসজুড়ে তিনটি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে বলে জানায় সংস্থাটি। তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এবার মৌসুমি বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারি বৃষ্টি হয়েছে। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি।

আরও জানা যায়, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম।

মৌসুমি বায়ুর সঙ্গে লঘুচাপের প্রভাব থাকলে বৃষ্টি বেশি হয়। মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0