স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও প্রতিযাগিতা করে রেকর্ড গড়ছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ (রোববার) পেশাদার ক্যারিয়ারের ৮৭৫তম গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। যা বয়স এবং ম্যাচ উভয় নিরিখেই দ্রুততম গোলের রেকর্ড। ২০০৫ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুর পর থেকেই মেসি একের পর এক নজির গড়ার পথে অবিচল আছেন।
এদিন ভোরে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ খেলতে নেমেছিলেন এলএমটেন। মাংসপেশির ইনজুরির কারণে দুই ম্যাচ মিস করা এই তারকা মাঠে নেমেই একটি করে গোল এবং অ্যাসিস্ট করলেন। যার সুবাদে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির হয়েই ইতোমধ্যে ৫৯টি গোল হয়েছে মেসির (রয়েছে ৩০ অ্যাসিস্টও)। যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
আজকের ম্যাচে মেসি বদলি নেমে ৮৪ মিনিটে গোল করে মায়ামিকে লিড পাইয়ে দেন। কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্তেই সেটি গ্যালাক্সি গোলরক্ষককে পেরিয়ে জাল কাঁপায়। এবার অ্যাসিস্টের পালা, দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর লুইস সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে সেটিকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা।
পেশাদার ক্যারিয়ারে ৮৭৫তম গোল করে মেসি আরও একবার ইতিহাস গড়লেন। তার বর্তমান বয়সটা ৩৮ বছর ৫৪ দিন হলেও, সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবেই দ্রুততম ৮৭৫ গোল করলেন তিনি। অবশ্য সামনে থাকা আল নাসর ও পর্তুগিজ তারকা রোনালদোর চেয়ে মেসি এখনও ৬৩ গোল পিছিয়ে। এ ছাড়া ম্যাচের হিসেবেও আলবিসেলেস্তে অধিনায়ক দ্রুততম এই মাইলফলকে পৌঁছান। এখন পর্যন্ত তার ম্যাচ সংখ্যা ১১১৬। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখন ওই মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।
বর্তমানে আল-নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ডের গোলসংখ্যা ৯৩৮টি। তার পেছনে ছুটছেন মেসি, সবমিলিয়ে রয়েছে ৩৮৯ অ্যাসিস্টও। সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ১২৬৩ গোলে অবদান রেখেছেন মায়ামি ফরোয়ার্ড। এর আগে ২০০৫ সালের ১ মে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে পেশাদার ক্যারিয়ারে তার অভিষেক হয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়োর লব শটে দেওয়া পাসে অভিষেক ম্যাচে প্রথম গোলটিও পেয়ে যান মেসি।
বিভিন্ন দলে লিওনেল মেসির গোল ও অ্যাসিস্ট
দল | ম্যাচ | গোল | অ্যাসিস্ট |
বার্সেলোনা | ৭৭৮ | ৬৭২ | ২৬৯ |
আর্জেন্টিনা | ১৯৩ | ১১২ | ৫৮ |
পিএসজি | ৭৫ | ৩২ | ৩৪ |
ইন্টার মায়ামি | ৭১ | ৫৯ | ২৮ |
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0