স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আল আহলির বিপক্ষে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে তার একটা কান্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার হার্ড রক স্টেডিয়ামে ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধে এক ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে। স্পষ্টতই বিরক্ত মেসি হঠাৎ করে ডিবক্সে ঢুকে আল আহলির ৬ নম্বর খেলোয়াড় ইয়াসের ইব্রাহিমের সঙ্গে চোখাচোখি হন। এরপর মেসি খানিকটা এগিয়ে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে মাথা ঠুকে দেন ইব্রাহিমের দিকে। ক্যামেরায় মুহূর্তটি ধরা পড়লেও খুব পরিষ্কার নয়, তবে মাঠে উপস্থিত খেলোয়াড় সঙ্গে সঙ্গে বিষয়টি টের পান এবং দ্রুত দু’জনকে আলাদা করে দেন।
ভিডিওতে দেখা যায়, ইব্রাহিম কিছু একটা বলার পরই মেসি তার মেজাজ হারান। এরপরই দুজন একে অপরের দিকে এগিয়ে যান, মুখোমুখি হয়ে দাঁড়ান এবং মেসি প্রথমে হেড ঠোকেন বলে অভিযোগ উঠেছে। তবে কেউই কোনো শাস্তি পাননি, এমনকি VAR-ও বিষয়টি খতিয়ে দেখেনি।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বলছেন, “মেসি একেবারে নির্লজ্জ।” আরেকজন মজা করে লিখেছেন, “এখন ওই ছেলেটার নাতিদের বলার মতো গল্প আছে—মেসি আমাকে হেডবাট করেছে!” তবে অনেকে মেসিকেই নির্দোষ মানছেন: “ইব্রাহিম-ই আগে মাথা ঠুকেছে, মেসি শুধু আত্মরক্ষার চেষ্টা করেছে।”
মেসির যুব বিশ্বকাপের সঙ্গী বড়ো লজ্জার হাত থেকে মেসিকে বাঁচালেন মেসির যুব বিশ্বকাপের সঙ্গী বড়ো লজ্জার হাত থেকে মেসিকে বাঁচালেন
পুরো ম্যাচটিই ছিল উত্তেজনাপূর্ণ ও রুক্ষ, যেখানে মোট পাঁচটি হলুদ কার্ড দেখানো হয়। কার্ড দেখা খেলোয়াড়দের তালিকায় ছিলেন মেসির দুই পুরনো সতীর্থ সের্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজও।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0