মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন মো. সারওয়ার আলম

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

সিলেট: সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। নতুন দায়িত্ব নিয়ে তিনি প্রথম দিনেই কর্মপরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার বার্তা দেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, সম্প্রতি আলোচিত পাথরকাণ্ডের পর সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে। একই সঙ্গে র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0