স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রথমবার রিয়াল মাদ্রিদের গৌরবময় ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের জালে বল পাঠালেন দুইবার, অবদান রাখলেন সতীর্থের গোলেও।
গতকাল অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল শাবি আলোনসোর দল।
অস্ট্রিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই রিয়ালের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্প্যানিশ জায়ান্টরা গোলের জন্য ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্বাগতিক দল স্রেফ একটি শট নিতে সক্ষম হয়, যা তেমন কোনো বিপদ তৈরি করতে পারেনি।
ম্যাচ শুরুর দশম মিনিটেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ব্রাহিম দিয়াসের নিখুঁত ক্রসে হেডে গোল করেন এদার মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর নভেম্বর ২০২৪-এর পর এটি ছিল তার প্রথম শুরুর একাদশে নামা, আর তাতেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আর্দা গুলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রগতিতে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। এক দর্শক মাঠে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধরা এড়িয়ে সরাসরি ফরাসি এই তারকার কাছে গিয়ে সেলফি তুলে নেন। নিরাপত্তাকর্মীরা শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে বের করে দেন।
দ্বিতীয়ার্ধেও এমবাপের ধার কমেনি। ৫৯তম মিনিটে অঁরিলিয়ে চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী ফরাসি তারকা। শেষদিকে আবারও আলো ছড়ান তিনি। ৮১তম মিনিটে তার নিখুঁত পাস থেকে কাছ থেকে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো।
এই জয়ের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি সারল রেয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লা লিগায় শিরোপা পুনরুদ্ধারে তাদের অভিযান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0