বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নরওয়ের তরুণ প্রতিভা নিপনকে দলে নিল ম্যানচেস্টার সিটি

দুই বছর রোসেনবর্গ একাডেমিতে কাটিয়ে মাত্র ১৫ বছর বয়সে মূল দলে অভিষেক ঘটে নিপনের। অভিষেক ম্যাচেই তিনি হয়ে যান ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সবকিছু প্রায় নিশ্চিতই ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও শেষ হলো।

নরওয়ের উদীয়মান মিডফিল্ডার স্ভেররা নিপনকে এবার দলে টেনে নিল ম্যানচেস্টার সিটি। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, আর্লিং ব্রট হালান্ডের স্বদেশী এই ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে ভেড়ানো হয়েছে দলে।

নিপনের দিকে নজর ছিল ইংল্যান্ডের আরেক জায়ান্ট আর্সেনালেরও। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরের জানুয়ারিতেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল গানাররা।

দুই বছর রোসেনবর্গ একাডেমিতে কাটিয়ে মাত্র ১৫ বছর বয়সে মূল দলে অভিষেক ঘটে নিপনের। অভিষেক ম্যাচেই তিনি হয়ে যান ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। পরের বছরই ১৬ বছর বয়সে গোল করে হন ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা।

ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন নিপন। করেছেন ১৪ গোল, করিয়েছেন আরও ১১টি। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন তরুণ এই মিডফিল্ডার। ২০২৩ ও ২০২৪ দুই মৌসুমেই হয়েছেন নরওয়ের শীর্ষ লিগ এলিতেসেরিয়েনের বর্ষসেরা তরুণ খেলোয়াড়।

এখনও নরওয়ের জাতীয় দলে সুযোগ না পেলেও বয়সভিত্তিক দলে নিয়মিত খেলেছেন নিপন। এই গ্রীষ্মে এখন পর্যন্ত পাঁচজন খেলোয়াড়কে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সেই তালিকায় এবার যুক্ত হলো সম্ভাবনাময় এই নরওয়েজিয়ান তরুণ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0