আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (বিসিপিএ) এক বিবৃতিতে বলা হয়, ফেরত পাঠানো এসব যাত্রী পর্যাপ্ত অর্থ, নির্ভরযোগ্য আবাসনের প্রমাণ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করার মতো নানা কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।
বিবৃতিতে আরও বলা হয়, কেউ কেউ এক মাস থাকার পরিকল্পনার কথা জানালেও তাদের সঙ্গে মাত্র ৫০০ রিংগিত ছিল, যা উদ্দেশ্য নিয়ে সন্দেহের জন্ম দেয়। বিসিপিএ জানায়, আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার আলোকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কেএলআইএ টার্মিনাল ১-এর আন্তর্জাতিক আগমন হল এবং গেট সি১ থেকে সি৩৭ পর্যন্ত পরিচালিত অভিযানে ৩০০ জনের বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। ভুয়া নথি বা সন্দেহজনক উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারা আরও জানায়, মালয়েশিয়ায় প্রবেশ করতে আগ্রহীদের অবশ্যই বৈধ ভ্রমণ নথি, নির্ভরযোগ্য আবাসনের পরিকল্পনা এবং যথাযথ আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0