স্পোর্টস ডেস্ক
ঢাকা: ১৯৮৫ সালে ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর থেকেই সংগঠকের ভূমিকায় আছেন মাহবুব আনাম। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি বিসিবির বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে নিয়োজিত আছেন মাহবুব। এদিকে, ঘনিয়ে আসছে বিসিবি নির্বাচন, বর্তমান পরিচালকদের মেয়াদ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সেখানে প্রার্থীতা করার গুঞ্জন থাকলেও, সরে দাঁড়াচ্ছেন মাহবুব আনাম।
বিসিবির আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন বলে আলোচনা উঠেছিল। তবে বিসিবির নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নানা আলোচনার কারণেই এমন সিদ্ধান্ত!
এদিকে, মাহবুব আনামের এমন ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরমধ্যে দুইজন পরিচালক জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। সে কারণে কোনো মন্তব্য করতেও রাজি হননি।
এর আগে মাহবুব আনাম ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমি আগেও বলেছি পরিবেশ-পরিস্থিতির উন্নতি না হওয়া এবং কী ঘটতে চলেছে তা না জানা পর্যন্ত আমি নির্বাচনে অংশ নেব না।’ তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়েও কিছুটা রহস্য রেখে দিয়ে বলেন, ‘যা চলছে আমি মনে করি না যে এর শেষ আছে।’
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক এই ক্রিকেটার অবসরের পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সংগঠক হিসেবে যোগ দেন ১৯৮৬ সালে। এরপর ২০০১ সালে তিনি প্রথম জাতীয় ক্রিকেট প্রশাসনের বড় দায়িত্ব পান। ওই সময় বিসিবির (তৎকালীন বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন মাহবুব আনাম। এরপর থেকেই তিনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার সঙ্গে আছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0