স্পোর্টস ডেস্ক
ঢাকা: দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ইনজুরিতে থাকা কাগিসো রাবাদার শূন্যতা পূরণ করলেন দুর্দান্তভাবে। তার অসাধারণ বোলিং ফিগারে (৪২ রানে ৫ উইকেট) ভর করে অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল দলটি।
প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকা শুরুতে বিপদে পড়ে। তবে টনি ডি জর্জি (৪৮) ও ম্যাথিউ ব্রিটজকে (৮৮) তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলকে সামলে নেন। এরপর ব্রিটজকে ও ট্রিস্টান স্টাবস (৭৪) যোগ করেন আরও ৮৯ রান। এই দুটি জুটি প্রোটিয়াদের ভালো অবস্থায় নিয়ে যায়।
তবে শেষ দিকে বড় ধস নামে। ৪০তম ওভারের শেষে স্কোর ছিল ২৩৩/৫, সেখান থেকে ৩৫ বলে মাত্র ৩১ রান যোগ করতেই পড়ে যায় ৪ উইকেট। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে অলআউট হয়ে যায় দলটি, সংগ্রহ ২৭৭। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা নেন ৬৩ রানে ৩ উইকেট।
২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড ৩য় ওভারে আউট হন। এরপর এনগিডির বলে ব্যর্থ হন মার্নাস লাবুশেন (১ রান)। অধিনায়ক মিচেল মার্শ কিছুটা লড়লেও (১৮ রান) টিকতে পারেননি।
ক্যামেরন গ্রিন (৩৫) ও জশ ইংলিস (৮৭) চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো জাগান। তবে গ্রিন আউট হতেই আবার ভেঙে পড়ে দল। একমাত্র ইংলিস লড়াই চালালেও এনগিডির ঝড়ে পরাস্ত হয় পুরো লোয়ার-অর্ডার। ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা – ২৭৭/১০ (ব্রিটজকে ৮৮, স্টাবস ৭৪; জাম্পা ৩/৬৩)
অস্ট্রেলিয়া – ১৯৩/১০ (ইংলিস ৮৭; এনগিডি ৫/৪২)
ফলাফল – দক্ষিণ আফ্রিকা জয়ী ৮৪ রানে
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0