স্পোর্টস ডেস্ক
ঢাকা: দিয়োগো জোটার সঙ্গে লিভারপুলের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিল। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়া এই পর্তুগিজ ফরোয়ার্ড ২০২২ সালে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন। তবে সেই চুক্তি পূর্ণতা পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেছেন জোটা।
৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা। গাড়ির টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। সঙ্গে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা, যিনি পেনাফিলের হয়ে খেলতেন। দুর্ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনায় কেবল লিভারপুল নয়, শোকাহত পুরো ফুটবল বিশ্ব। জোটার প্রতি সম্মান জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে লিভারপুল। চুক্তির বাকি দুই বছরের সম্পূর্ণ বেতন তারা জোটার স্ত্রী রুট কারডোসো এবং তিন সন্তানের কাছে পৌঁছে দেবে।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, লিভারপুলে খেলার সময় প্রতি সপ্তাহে জোটা পেতেন ১ লাখ ৪০ হাজার পাউন্ড যা বছরে প্রায় ৭২ লাখ ৮০ হাজার পাউন্ড। দুই বছরে যা দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকারও বেশি)। ক্লাবটি এই পুরো অর্থ জোটার পরিবারের হাতে তুলে দেবে।
জোটার পরিবারের প্রতি আরও এক নিদর্শন দেখিয়েছে ক্লাবটি তারা ঘোষণা দিয়েছে, জোটার পরিহিত ২০ নম্বর জার্সি আর কোনো খেলোয়াড়কে দেওয়া হবে না। এই জার্সি তুলে রাখা হবে স্থায়ীভাবে।
জীবনের শেষ সময়গুলোয় জোটা আরও এক অধ্যায়ের সূচনা করেছিলেন। মৃত্যুর মাত্র ১১ দিন আগে শৈশবের বান্ধবী রুট কারডোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
দুই ভাইয়ের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গোন্দোমারে ‘ম্যাট্রিজ দে গোন্দোমার চার্চ’-এ আজ স্থানীয় সময় সকাল ১০টায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরিবার-পরিজনের পাশাপাশি লিভারপুল দলের প্রায় সব খেলোয়াড় শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0