মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৯ ম্যাচ পর টসে জিতে ফিল্ডিং নিলেন লিটন, একাদশ চূড়ান্ত

আজ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দিন কয়েক আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্রামের খুব একটা সুযোগ পাননি ক্রিকেটাররা। আজ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে লিটন দাসের। ৯ ম্যাচ পর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরীফুল ইসলামের বদলে দলে ঢুকেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, ফখর আহমেদ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0