স্পোর্টস ডেস্ক
ঢাকা: গ্রিক জায়ান্ট অলিম্পিয়াকোসের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেন ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে তার বর্তমান ক্লাব লেস্টার সিটি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে স্থায়ীভাবে ছাড়তে না চাইলেও, লোনে ছাড়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে।
ইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে ব্যস্ত অলিম্পিয়াকোস। সেক্ষেত্রে মিডফিল্ডে শক্তি বাড়াতে হামজাকে দলে ভেড়াতে আগ্রহী তারা। গ্রীক ক্লাবটি এরই মধ্যে লেস্টার সিটির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে বলে জানা গেছে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।
হামজা নিজেও নাকি আগ্রহ দেখিয়েছেন এই সম্ভাব্য চুক্তিতে। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার গত মৌসুমে লেস্টারের হয়ে নিয়মিত খেলেছেন। তবে প্রিমিয়ার লিগে ফেরার প্রস্তুতি নিচ্ছে লেস্টার, যেখানে স্কোয়াড পরিকল্পনায় পুরোপুরি জায়গা পাচ্ছেন না তিনি।
যদিও দুই ক্লাবের মধ্যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে লোন চুক্তির দিকেই বিষয়টি গড়াচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এই বিষয়ে এখনও লেস্টার সিটি বা অলিম্পিয়াকোস কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গ্রীসের একাধিক সূত্র এই সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন।
তবে গ্রিক সংবাদমাধ্যম ও ফুটবল সংশ্লিষ্ট অনানুষ্ঠানিক সূত্রগুলো বলছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গ্রীক সাংবাদিক জর্জ সাঙ্কাস ও ফুটবলভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ফুটবল উইটবল-এর মতে, দুই ক্লাবের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে। লেস্টার সিটি স্থায়ীভাবে নয়, লোনে হামজাকে ছাড়তে আগ্রহী। হামজার পক্ষ থেকেও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
অলিম্পিয়াকোসের হয়ে খেলার অর্থ, ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নামার সুযোগ। এই প্রস্তাব হামজার কাছে যথেষ্ট লোভনীয় বলেই ধারণা করা হচ্ছে।
সব ঠিকঠাক থাকলে, খুব শিগগিরই অলিম্পিয়াকোসের জার্সিতে দেখা যেতে পারে ইংলিশ-বাংলাদেশি এই মিডফিল্ডারকে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0