স্পোর্টস ডেস্ক
ঢাকা: বয়স ১৮ হওয়ার আগে থেকেই নারীঘটিত নানা গুঞ্জন ছড়িয়েছে লামিনে ইয়ামালের নামে। কিছুদিন ধরেই জোর গুঞ্জন ছিল, প্রেম করছেন এই কিশোর। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনলেন তিনি। বান্ধবী নিকির ২৫তম জন্মদিনের বিশেষ দিনেই সম্পর্কের কথা সবাইকে জানালেন বার্সা তারকা।
সোমবার (২৫ আগস্ট) নিকির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরি দেন ইয়ামাল। যেখানে দুজনের একসাথে বসে থাকা একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকির কোমর জড়িয়ে ধরে হাসিমুখে বসে আছেন ইয়ামাল। টেবিল জুড়ে ছড়ানো রয়েছে গোলাপের পাপড়ি।
দৃশ্যের রোমান্টিক আমেজ আরও বাড়িয়ে দিয়েছে পেছনে সাজানো বিশাল গোলাপের তোড়া। এছাড়া ইনস্টাগ্রামে সেই ছবির সঙ্গে কয়েকটি ‘লাভ’ ইমোজিও জুড়ে দিয়েছেন ইয়ামাল। আর তাতেই যেন ভালোবাসার সম্পর্ক স্পষ্ট করে দিলেন এই স্প্যানিশ ফুটবলার। ১৮ বছর বয়সী ইয়ামাল থেকে ৭ বছরের বড় নিকি।
মৌসুম শেষে পুরো গ্রীষ্মের বড় একটা অংশ একসঙ্গে কাটিয়েছেন নিকি ও ইয়ামাল। গত সপ্তাহেই জানা যায়, তারা মোনাকোতে একটি রোমান্টিক ভ্রমণে গিয়েছিলেন। যে কারণে দুজনের প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। তার কিছুদিন আগেই নিকি উপস্থিত ছিলেন গ্যাম্পার স্টেডিয়ামে, যেখানে ইয়ামালের নৈপুণ্যে বার্সা ২–০ গোলে জিতেছিল।
এছাড়া ফ্রেঞ্চ রিভিয়েরায় থাকার সময় তারা সুজন বিলাসবহুল হোটেল দ্য মোবর্ন রিভিয়েরা-তে ছিলেন। এর বাইরে তাদের সম্পর্কের আরও ইঙ্গিত মিলেছিল। যেমন গত জুলাইয়ে ইয়ামালের বিতর্কিত জন্মদিন পার্টিতে নিকি ছিলেন অতিথিদের একজন। সেই মাসেই এক নাইটক্লাবে তাদের চুম্বনের ছবিও প্রকাশ্যে আসে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0