জেলা প্রতিনিধি,
লালমনিরহাট: লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ‘লালমনি এক্সপ্রেসের’ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেলপথের কিছুটা ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অদূরে বিডিআর গেইট সংলগ্ন ওয়ার্কসেডের পাশে এ ঘটনা ঘটে বলে জানান জেলা রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই তাজিন হাসান।
রেলওয়ে বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছায়। যাত্রী নামিয়ে ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কসেডের দিকে অগ্রসর হচ্ছিল।
এ সময় একই পথে বিপরীত দিকে থেকে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনটি স্টেশনে প্রবেশ করলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটির ধাক্কায় লালমনিরহাট এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত এবং রেললাইন সামান্য ক্ষতি হয়েছে।
ঘটনার সময় ‘লালমনি এক্সপ্রেসে’ কোনো যাত্রী ছিল না, তবে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনে যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।
ঘটনার পর কিছু সময় লালমনিরহাট-বুড়িমারী রেলপথে চলাচল বন্ধ থাকলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ।
তিনি বলেন, “যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তার দায়িত্বে পুলিশ মোতায়েন রয়েছে এবং উদ্ধার কাজ চলছে।”
বিডিআর গেইট এলাকার ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি পরিষ্কারের জন্য লোকসেডে প্রবেশের আগ মুহূর্তে কমিউটার ট্রেনটি ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপর লালমনিরহাট সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করেন।
রেলওয়ে কর্মকর্তা তাজিন হাসান বলেন, এ ঘটনায় কারও গাফিলতি আছে কি-না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তর বগি ও লাইন মেরামতের কাজ শুরু করেছে; পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানান তিনি।
বাংলাফ্লো/এনআর
Comments 0