বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য, পুলিশের নির্মমতার বর্ণনা দিলেন খোকন চন্দ্র

ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বিকৃত চেহারার সাক্ষ্য দিলেন সেই খোকন, যার বাম চোখ, নাক ও মুখ ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হওয়া মামলায় আজ প্রথম সাক্ষ্য দিলেন জুলাই গণঅভ্যুত্থানে পুলিশি বর্বরতার শিকার খোকন চন্দ্র বর্মণ। ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বিকৃত চেহারার সাক্ষ্য দিলেন সেই খোকন, যার বাম চোখ, নাক ও মুখ ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সাক্ষ্য দিতে গিয়ে খোকন বলেন,২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাখ ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন।

এসময় প্রসিকিউশন থেকে তার কাছে জানতে চাওয়া হয় কাউয়া কাদের বলতে কাকে বোঝাচ্ছেন। তিনি একাধিকবার বলেন, কাউয়া কাদের বলতে ওবায়দুল কাদেরকেই বোঝাচ্ছি।

ট্রাইব্যুনালে সাক্ষ্যদানের সময় হাস্যরসও দেখা যায়, তবে খোকনের ক্ষতবিক্ষত চেহারার দিকে তাকালে সেই হাসিও মুহূর্তেই করুণায় রূপ নেয়।

এদিকে মামলার প্রসিকিউশন পক্ষের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনকালে সংঘটিত অপরাধের প্রমাণ এতটাই শক্তিশালী ও পরিষ্কার যে বিচারে কোনো ধরনের সন্দেহের সুযোগ থাকবে না।

জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনকালে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সপ্তাহে, যেখানে আরও কয়েকজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0