বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল—যা চিরদিন মনে রাখার মতো।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল—যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।

এদিকে বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ড. খন্দকার মারুফ হোসেন। একে ‘জীবনের ‍সেরা মুহূর্ত’ হিসবেও বর্ণনা করেছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তার পোস্টে লিখেছেন, ‘আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো— জীবনের সেরা মুহূর্ত’।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0