বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে কর্ণফুলী টানেল: চসিক মেয়র

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল বর্তমানে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তার মতে, আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় আনতে পারলেই টানেলের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

রাজনৈতিক প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, আনোয়ারা দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হলেও বৈষম্যের কারণে এ অঞ্চলের উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে এ এলাকার উন্নয়নে জোর দেওয়া হবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ‘অপশক্তি’ প্রতিহত করবে। তার দাবি, দক্ষিণ জেলায় বিএনপি শক্তিশালী হলে গোটা অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় প্রভাব পড়বে।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0