বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
বিচারপতি আক্তারুজ্জামান এর আগে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করার সময় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন।
এর আগে গত ২৬ আগস্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছিল।
প্রসঙ্গত, দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় গত বছরের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0