বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টি ভীত নয়, আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত: জাপা মহাসচিব

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আমরা জাতীয় পার্টি ভীত না, কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত। এ দেশ আমাদের সবার। এ হানাহানির রাজনীতি বন্ধ করুন। সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত, আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঘটনার বিস্তারিত তুলে ধরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, গতকাল আমাদের পার্টি অফিসের পাস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল মারা হয়। ঢিল মারার কারণে স্বাভাবিকভাবেই অনেকে আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় ৩০ জনের নাম পেয়েছি, যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে আমরা আমাদের পার্টি অফিসে চলে আসি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও চলে যান।

তিনি বলেন, পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার সময় আবার একটি মশাল মিছিল নিয়ে আসে আমাদের পার্টি অফিস জ্বালানোর জন্য। এ সময় কার্যালয়ের ভেতরে আমাদের চেয়ারম্যান, কেন্দ্রীয় নেতা, নারী ও সাবেক সংসদ সদস্যরা ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ গিয়ে সেটি ঠেকানোর চেষ্টা করে। আমরা দেখি তারা পুলিশের ওপর আঘাত করে। আমরা দেখেছি, বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপর সেনাবাহিনী এসে আমাদের বলেন, ৫ মিনিটের মধ্যে কার্যালয়ের ভেতরে ঢুকে যেতে। তখন আমরা বলি, আমাদের পার্টি অফিসে আগুন দিলে তখন কি হবে? তখন সেনাবাহিনী বলে, আমরা দেখবো। আমরা সেনাবাহিনীর কথা শুনে পার্টি অফিসে চলে আসি। পার্টি অফিসের বাইরে আমাদের কোনো লোক ছিল না। সেনাবাহিনী এরপর তাদের (গণঅধিকার পরিষদ) বোঝানোর চেষ্টা করে, মাইকিং করে। এরপর আমরা দেখতে পাই, তারা সেনাবাহিনীর ওপর চড়াও হয় এবং আঘাত করে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী কালকে আগুনের হাত থেকে আমাদের বাঁচিয়েছে। আমরা সেনাবাহিনী ও পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যদি অতিরিক্ত বল প্রয়োগ হয়ে থাকে সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এখন পর্যন্ত ছয়টি জেলায় আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে। এ অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করছি। রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে রাষ্ট্র থাকছে না, রাষ্ট্র নেই। তারা যে আছে, এটা সরকারকে প্রমাণ করতে হবে। যারা আইন হাতে তুলে নেবে তারা অপরাধী। তাদের প্রতি সহানুভুতির সুযোগ আছে? আমি মনে করি না।

নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, আমরা খুব দুঃখ কষ্ট পেয়েছি। আমাদের প্রিয় নুর আহত হয়ে হাসপাতালে আছেন। আমরা দোয়া করি উনি দ্রুত আরোগ্য লাভ করুক। উনার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন। তিনি বলেছেন, একটি দলকে নিষিদ্ধ করা আরেকটি দলের আদর্শ হতে পারে না। তিনি আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ দল, তারা গঠনতন্ত্র অনুযায়ী রাজনীতি করে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0