মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

২৩ বছরেই শচীনকে পেছনে ফেললেন জসওয়াল

ভারতীয় ব্যাটারদের মাঝে মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার কীর্তি গড়েছেন জসওয়াল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে একটু বেশিই পছন্দ করেন জশস্বী জসওয়াল। আর তাই যেন ইংলিশদের প্রতিপক্ষ হিসেবে পেলেই হাসে তার ব্যাট। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। এই ইনিংসে দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। যার মাধ্যমে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন এই ব্যাটার।

ভারতীয় ব্যাটারদের মাঝে মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার কীর্তি গড়েছেন জসওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ ইনিংসে ৯ম বারের মতো পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন জয়সওয়াল। এর মধ্যে ৫ ফিফটির বিপরীতে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২৩ বছর বয়সে শচীনের পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল ৮টি।

প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড এতটাই প্রিয় যে তাদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান করেছেন জসওয়াল। অন্য দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ৪০০ রান করতে না পারলেও ইংলিশদের বিপক্ষে এরই মধ্যে হাজার রান ছাড়িয়েছেন তিনি। আবার ক্যারিয়ারের ১২ ফিফটির পাঁচটিই তাদের বিপক্ষে।

জসওয়ালের সেঞ্চুরিতে ভর করে ওভাল টেস্টে দারুণভাবে এগোচ্ছে ভারত। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ পাঁচ উইকেটে রান। শুভমান গিলের দলের লিড রানের। ফলে ক্রমেই ম্যাচের আধিপত্য নিজেদের দিকে নিচ্ছে টিম ইন্ডিয়া।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0