বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত

গত শনিবার (২ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে জানান।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,ইবি

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার (২ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ জুলাই-এর ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার গণমিছিল সফল করতে সার্বিক প্রস্তুতিসহ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি গণমিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান এবং একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

বাংলাফ্লো/এফএ  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0