বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামায়াতের জরুরি বৈঠক

এতে রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশের চলমান পরিস্থিতি ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি দেওয়া এবং এর আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একইসঙ্গে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়েও জামায়াতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0