বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মাইলস্টোন পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্য প্রদর্শনের আহ্বান জামায়াতের

বুধবার (২৩ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি শোকে বিপর্যস্ত না হয়ে যেকোনও পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তিনি নিহতদের পরিবারের কাছে পর্যায়ক্রমে যান এবং একান্তে তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেছি। পর্যায়ক্রমে আমরা ৯টি পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা ও খোঁজ-খবর নিয়েছি। আমির ডা. শফিকুর রহমান আগেই নিহত পরিবার ও আহতদের পাশে থেকে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা অনুযায়ী আমরা আহতদের চিকিৎসার জন্য অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি। দুর্গতদের জন্য যা করা দরকার আমরা সাধ্যের মধ্যে সবকিছুই করবো।

তিনি নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজধানী উত্তরা অঞ্চলে কোনও একটি হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবির সঙ্গে পুরোপুরি একাত্মতা ঘোষণা করেন।

তিনি অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করা প্রয়োজন বলে জানান।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0