বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: নারীদের অধিকার চায় না বলেই জামায়াত-শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক নাগরিক সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
গত মঙ্গলবার আপিল বিভাগের রায়ে মুক্তি পান যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে মিছিল করলে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলা করে শাহবাগবিরোধী মঞ্চ নামে একটি সংগঠন। অভিযোগ রয়েছে, এই সংগঠনটি মূলত জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিয়ে তৈরি।
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার সময় সংগঠনের এক নারী কর্মীকে লাথি মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা, হাসপাতালে ৪চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা, হাসপাতালে ৪
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘১৯৯৫ সালে আওয়ামী লীগ–জামায়াতে ইসলামী এক সঙ্গে আন্দোলন করেছে, বিএনপির বিরুদ্ধে। আবার ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় গেল তখন ৪ দলীয় জোট করেছে, তখন মন্ত্রী হয়েছে জামায়াতের নেতারা। আওয়ামী লীগ-বিএনপির এসব খেলার কারণেই এই দল এবং তাদের সন্ত্রাসী তৎপরতা, এটা অব্যাহত থাকতে পেরেছে।’
নাগরিক সমাবেশের বক্তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের আদালত ব্যবহার করে খালাস দেওয়ার তীব্র সমালোচনা করেন এবং অন্তর্বর্তী সরকারকে এজন্য দায়ী করেন।
বক্তাদের অভিযোগ, সরকার জামায়াতের সঙ্গে রাজনৈতিক দরকষাকষি করছে, যা তাদের সহিংস কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহিত করছে।
বাংলাফ্লো/এসও
Comments 0